আসবে না জানি
- মুহাম্মদ শাহ্ জাহান শেখ ০৩-০৫-২০২৪

ঘুম আসেনি সারা রাত
কষ্ট যন্ত্রনায় হলো যে প্রভাত ।
দেখো আকাশটা কাঁদছে তাই
তব যদি আমি কিঞ্চিত সুখ পাই ।
দাউ দাউ জ্বলে আগুন দেহে
যৌবন জ্বালা বুঝি একেই কহে ।
চৈত্রের রোদ আর গরম কত
এদেহ মোর সইছে যত ।
আসবে না জানি
হাতে নিয়ে জল
এ সবই তো মোর
কর্মের ফল ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।